চট্টগ্রাম জেলার বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে স্ত্রী-সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শেলী শীলের স্বামী অসিম শীলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈলতলী এলাকার বোনের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বোনের বাড়িতে অভিযান চালিয়ে অসিম শীলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে অসীম শীলের মা ও মামা শ্বশুরকে গ্রেফতার করা হয়।
এদিকে, নিহত শেলী শীলের মা মিনতী বালা শীল বাদি হয়ে অসিম শীলসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করলে আমরা আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নামে বলে জানান ওসি সালাউদ্দিন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালীর দক্ষিণ কুঞ্জরি বটতল এলাকার শীলপাড়ায় মা শেলী শীলকে (২৬) গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং আর শিশু অন্তরা শীলের (৬) মৃতদেহটি মায়ের পাশে মেঝে থেকে উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব