আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদেরকে গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের দু’দিন বাকি থাকতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার শুরু করেছে সরকার। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও নেতাকর্মীরা দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করছে।
নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় ক্যাডার বাহিনীর হামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা প্রাণ নিয়ে এলাকায় থাকতে পারবে কি না এমন শঙ্কায় নিদ্রাহীন সময় পার করছেন বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, দেশের জনগণ রকিবউদ্দীন মার্কা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছে। রকিবউদ্দীন ভোটে ডাকাতি ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য ইতিহাসে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব