বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ ইজাহারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।
এর আগে, গত বুধবার ডিবি পরিদর্শক রাকিবুল ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ২০১২ সালের মে মাসে কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় হারুন ইজাহারের বিরুদ্ধে করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৯ এপ্রিল দুপুরে ১১ মামলায় জামিনে মুক্তির পর জেল গেট থেকে তাকে আটক করেছিল কোতোয়ালি থানা পুলিশ। বুধবার ডিবির কাছে হস্তান্তর করা হলে নাশকতার একটি মামলায় নতুন করে হারুণ ইজহারকে গ্রেফতার দেখায় ডিবি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে দুই ছাত্র নিহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড ও মুফতি ইজহারে শয়ন কক্ষ থেকে ১৮ বোতেল এসিড উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে। পরে ২০১৩ সালের ৯ অক্টোবর হাটহাজারী উপজেলার ইছাপুরের একটি বাড়ি থেকে আত্মগোপনে থাকা মুফতি হারুণ ইজহারকে সহযোগীসহ গ্রেফতার করে পুলিশ। তাকে এ তিন মামলায় গ্রেফতার ও হেফাজতের নাশকতার ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব