সিলেটে পুলিশের পৃথক অভিযানে অপহৃত ৩ শিশুকে উদ্ধারের পাশাপাশি ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাত এবং বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযানে চালিয়ে এসব অপহরণকারীদের গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ।
গ্রেফতারকৃত ৬ অপহরণকারী হলেন মঈনুল ইসলাম ওরফে ডাইল (২৮), মো. মুন্না (২০), আলী আহমদ (২০), ইমন মিয়া (১৮), ইসমাইল হোসেন লাল মিয়া (৩২) এবং মো. রাসেল (১৮)।
অন্যদিকে, উদ্ধারকৃত ৩ শিশু হচ্ছে- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাখোলা গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিব (১৩), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনকৃষ্ণপুর গ্রামের খালিক আহমদের ছেলে রাসেল আহমদ (১৩) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দক্ষিণগাঁও গ্রামের মহব্বত উল্লাহর ছেলে মো. রবি (১৫)।
নগরীর শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী জানান, সিলেট নগরীর বালুচরস্থ আলী আকবর ইসলামীয়া একাডেমিতে কাজ করতো মো. রবি। গত ৩০ মার্চ রবিকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে তার বাবাকে ফোন করে এক লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। পুলিশ নিজস্ব সোর্সে খবর নিয়ে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালায়। সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর এলাকা থেকে অপহৃত মো. রবি ছাড়াও আরো দুই শিশুকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের মূল হোতা মঈনুল ইসলাম ওরফে ডাইলকে (২৮) গ্রেফতার করা হয়। পরে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব