চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষাকার্যক্রম আগামী ৩ মে থেকে শুরু হবে। ২ মে খুলে দেওয়া হবে ছাত্রাবাসগুলো।
বৃহস্পতিবার চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, সেন্টারগুলোর চেয়ারম্যান ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, আবাসিক হলের ফটক খোলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা, মিছিল, ছাত্র সমাবেশ নিষিদ্ধ থাকবে।
চুয়েট সূত্রে জানা যায়, চুয়েটের স্থাপত্য বিভাগের লেভেল-৫, টার্ম-১ এর ছাত্র মো. মুহাইমিনুল ইসলাম গত ২৯ মার্চ মদুনাঘাট এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ মার্চ থেকে চুয়েটে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় চুয়েট শিক্ষার্থীরা ঘাতক চালককে গ্রেফতার, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেন করা, চুয়েট পর্যন্ত সিটি সার্ভিস চালু, চুয়েট মেডিকেলের সামনে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুল্যান্স রাখাসহ বেশ কিছু দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় আন্দোলনকারীরা চুয়েটের প্রধান ফটকসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে দফায় দফায় তালা লাগিয়ে দেন। এছাড়া চুয়েট থেকে সাতটি বাস নিয়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় গত ৭ এপ্রিল সকালে জরুরি সভায় চুয়েট কর্তৃপক্ষ আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব