রাজধানীর মিরপুরে একটি মাইক্রোবাসের চাপায় আনিস (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস চাঁদপুরের মতলব থানা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি গাজীপুরে একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন।
আনিসের দুলা ভাই মতিউর রহমান জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও পথচারী আনিসকে চাপা দেয়। মুর্মূষু অবস্থায় আনিসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সাড়ে ৯টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। এদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর। তাকে মিরপুর এলাকায় স্থানীয় একটি হাসপাতলে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব