রাজধানীর ধানমন্ডিতে নির্মাণকাজের সময় ভবন থেকে পড়ে বেলাল হোসেন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৩ নং শুক্রাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেলাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আলতাফ মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী ফিরোজ মিয়া জানান, শুক্রবার সকালে কাজ করার সময় নির্মাণাধীন ১০তলা ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান বেলাল। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ