নারায়ণগঞ্জ শহরের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির দুদিন পর মা সেতু বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নৌকাডুবির পর নিখোঁজ ছেলে সাফিনের লাশ উদ্ধারের একদিন পর তার মায়ের লাশ আজ শুক্রবার উদ্ধার হলো।
নগরীর কুমুদিনী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, শুক্রবার সকালে নদীর তীরে লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বন্দরের মাহমুদনগর এলাকায় নদীর তীর থেকে শিশুপুত্র সাফিনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার রাতে বন্দর রেলিবাগান এলাকার চাঁন মিয়া তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বন্দর খেয়াঘাট থেকে নৌকাযোগে নারায়ণগঞ্জে আসছিলেন। এ সময় রাত ৮টার দিকে একটি বালুবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় চাঁন মিয়া ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্ত্রী সেতু বেগম ও শিশুপুত্র সাফিন নদীতে তলিয়ে যায়।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ