রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে জীবন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত রবিবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ১১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জীবন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, জীবন দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবার নেশায় আসক্ত। রবিবার রাতে হলের ১১৩ নম্বর কক্ষে সে তার বন্ধুদের নিয়ে মাদক সেবন করে বাজিতে তাস খেলছিল। জানতে পেরে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়ানন্দ অভির নেতৃত্বে হল ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কক্ষে অভিযান চালায়। তারা কক্ষটিতে হেরোইন ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং মদের বোতল উদ্ধার করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন ও তার বন্ধুদের বেধড়ক মারধর করে। পরে হল প্রাধ্যক্ষকে খবর দিয়ে তারা মাদকসেবী ওই শিক্ষার্থীদেরকে হল প্রশাসনের হাতে তুলে দেন।
এ ব্যাপারে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. আব্দুর রহমান বলেন, জীবন নামের ওই ছেলের কক্ষে মাদক সেবনের সরঞ্জাম মিলেছে। এ ব্যাপারে হলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জীবনের আঘাত গুরুতর হওয়ায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন