রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট সড়ক থেকে আইসান (২৬) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পরে মুক্তিপণের এক লাখ টাকা পরিশোধের পর তাকে টঙ্গীতে ফেলে যায় অপহরণকারীরা।
এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করেন অপহৃতের পিতা ধানমন্ডি নিবাসী আকুপাংচার চিকিৎসক মাহবুব আলম।
অপহৃতের বোনের বান্ধবী লাবনী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা একটি শুটিংয়ের কাজে সোমবার বিকেলে কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট সড়কে গিয়েছিলাম। আইসানের বোনও ছিল আমাদের সঙ্গে। আইসান সেখানে বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ক্লাস থাকায় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বিকাল ৫টার দিকে আইসান ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই আইসানের মুঠোফোন থেকে অজ্ঞাতরা ফোন করে তাকে অপহরণের কথা জানায়। এ সময় মুক্তিপন হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। এজন্য তারা কয়েকটি বিকাশ নম্বরও দেয়। ওইসব বিকাশ নম্বরে কয়েক দফায় মোট এক লাখ টাকা পরিশোধের পর রাত সাড়ে ৯টার দিকে তাকে টঙ্গীতে ফেলে যায় অপহরণকারীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ