রাজধানীর বংশালে প্রতিপক্ষের লোকজনের ধাক্কায় স্যুয়ারেজ লাইনের গর্ত পড়ে মোখলেছুর রহমান (৫৫) নামে এক কেমিকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত মোখলেছুর রহমান বংশালের আবুল হাসনাত রোডের ৭১ নম্বর বাড়ির বাসিন্দা।
মৃতের ছেলে তারিকুর রহমান মিশু জানান, বাসার সামনে স্যুয়ারেজ লাইনের সংস্কার কাজকে কেন্দ্র করে স্থানীয় জাহাঙ্গীরের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। বিষয়টি জাহাঙ্গীর ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেনকে জানান। পরে সন্ধ্যায় কাউন্সিলরের লোকজনের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার বাবাকে ধাক্কা দিলে তিনি স্যুয়ারেজ লাইনের গর্তে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন