সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে সাত মাস বয়সী হাবিবা নামের এক শিশু অপহৃত হয়। সন্ধ্যায় আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাত বেগম ওরফে আসমা (২৬), শামীম মাহমুদ (২৭) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আসমা ও শামীম স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস আগে মুসলিমাবাদ এলাকায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেয়। সোমবার সকাল ৭টার দিকে কৌশলে তারা হাবিবুর রহমানের সাত মাস বয়সী শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে নিউমার্কেট এলাকায় ও সেখান থেকে কর্নেল হাট এলাকায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
পতেঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের অভিযোগ পেয়ে প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা অভিযান শুরু করি। এক পর্যায়ে সন্ধ্যায় কর্নেল হাট এলাকা থেকে শামীমকে আটক করি। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আলাউদ্দিন ও আসমাকে আটক করে ওই শিশুকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০২