রাজধানীর গুলশান ১ নম্বরের একটি সাততলা ভবন আজ মঙ্গলবার সকালে ঘিরে ফেলে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই নানা উৎকণ্ঠা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, এরা চোর বা ডাকাত হতে পারে। তারা এখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
এবিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে ভবনে কয়েকজন সন্দেহভাজন লোক অবস্থান করছে বলে খবর আসে। পরে নিরাপত্তার খাতিরে ভবনটি ঘিরে ফেলা হয়। ভবনে থাকা সন্দেহভাজনরা সন্ত্রাসী বা চোর হতে পারে। কিন্তু গ্রীল কেটে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন