সাবেক অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়া হত্যা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও মো. মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ আরিফকে স্থায়ী জামিন প্রদান করেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি। তবে কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলা ও সুরঞ্জিত সেনগুপ্তের উপর বোমা হামলার মামলায় জামিন না থাকায় কারামুক্তি পাননি আরিফ।
ব্যারিস্টার কাফি জানান, কিবরিয়া হত্যা মামলায় স্থায়ী জামিনের জন্য আরিফুল হক চৌধুরীর পক্ষে গত ১২ জুলাই উচ্চ আদালতে আবেদন করা হয়। আরিফুল হক চৌধুরীকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে গত ২৪ আগস্ট আদালত ১০ দিনের সময় দিয়ে সরকারের প্রতি রুল জারি করেন। আজ মঙ্গলবার বিচারপিত সৈয়দ দস্তগীর হোসেন ও মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চে শুনানি শেষে আরিফুল হক চৌধুরীকে স্থায়ী জামিন প্রদান করা হয়।
আদালতে আরিফুল হক চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ময়নুল হোসেন ও ব্যারিস্টার আবদুল হালিম কাফি।
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ