ব্রিটিশ সময়ে নির্মাণকৃত বগুড়া জেলা কারাগারে ধারণ ক্ষমতার তিনগুণ কয়েদি রয়েছে। তিনগুণ কয়েদি নিয়ে দাঁড়িয়ে থাকা জেলা কারাগার নির্মাণ করা হয় ১৮৮৩ সালে। নির্মাণকালের পর থেকে প্রয়োজনে সংস্কার এবং ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু বর্ধিত করা হয়নি।
জানা যায়, বগুড়া জেলা কারাগারে বৃটিশ নিয়ম মাফিক কয়েদি ধারণ ক্ষমতা ৭০৮ জন। বর্তমানে বিভিন্ন অপরাধে জেলা কারাগারে কয়েদি রয়েছে প্রায় ২১শ' ২২ জন। কয়েদিদের জন্য আগের থেকে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলেও জেলা কারাগারের এলাকা বৃদ্ধি পায় নি কখনো। বৃটিশ সময়ে নির্মিত কারাগারে এখন তিনগুণ কয়েদি বসবাস করে।
বগুড়া জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, বগুড়া জেলা কারাগারে কয়েদি ধারণ ক্ষমতা রয়েছে ৭০৮ জন। এর বিপরীতে বর্তমানে কয়েদি রয়েছে দুই সহস্রাধিক। জেলা কারাগারে এ নিয়ে কোন সমস্যা হচ্ছে না। বৃটিশ স্ট্যান্ডার্ড হওয়ার কারণে এখন পর্যন্ত ধারণ ক্ষমতার মধ্যে রয়েছে। লোকবল থাকায় জেলা কারাগারে কোন সমস্যাও নেই আপাতত।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৫