আইসিটি আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান।
মঙ্গলবার ঢাকার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
এদিন আদালতে সিদ্দিকুরের পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন তার আইনজীবী মবিনুল ইসলাম ও প্রশান্ত কুমার কর্মকার।
এর আগে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বিরুদ্ধ এক সংবাদ প্রকাশিত হওয়ায় ২৯ আগস্ট তিনি রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন। এরপর গত ০১ সেপ্টেম্বর সিদ্দিকুরকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতারের পর ০২ সেপ্টেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের চাওয়া হয়।
তবে, শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন দু’টিই নামঞ্জুর করে সিদ্দিকুরকে কারাগারে পাঠিয়ে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হোসেনের আদালত । তবে প্রয়োজন হলে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব