ঢাকার যাত্রাবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় মামুনুর রশিদ নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে যাত্রাবাড়ির পলাশপুরের হারুনুর রশিদের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সকাল ১১টার দিকে শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মামুন আহত হয়। দুপুরে মামুনকে তার বড় ভাই শান্ত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীর থানার ওসি আনিসুর রহমান বলেন, মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। মামুনের লাশ স্বজনরা নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ