নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তালাক দেওয়া স্ত্রীকে উত্ত্যক্ত করায় শাহিন (৩৩) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শাহিন বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে।
সোমবার বিকেলে বন্দর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হোসেন আরা বিনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডাদেশ দেন।
পরিবারের বরাত দিয়ে হোসনে আরা বিনা জানান, বন্দর উপজেলার ঘারমোড়ার জসিম উদ্দিন মিয়ার ছেলে শাহিন মিয়া প্রায় চার বছর আগে একই উপজেলার চরঘারমোড়ার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে আয়শা আক্তার দোলনকে শরিয়া মোতাবেক বিয়ে করেন। চার বছর সংসার জীবনে তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। পারিবারিক কারণে কয়েক মাস আগে আয়শা আক্তার দোলন স্বামী শাহিনকে তালাক দেন। এ ঘটনায় তালাকপ্রাপ্ত শাহিন ক্ষিপ্ত হয়ে আয়শা আক্তারকে নানাভাবে হুমকিসহ উত্ত্যক্ত করে আসছিল।
এ ব্যাপারে আয়শা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বন্দর থানা পুলিশ সোমবার ঘারমোড়া এলাকা থেকে শাহিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ