রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নুসরাত জাহান টুম্পা (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টর ৪ নং রোডের একটি বাসা থেকে সোমবার লাশটি উদ্ধার করা হয়।
টুম্পার স্বামীর নাম- সোলেমান মিয়া। তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুর এলাকার কাশিমপুরে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ পারভেজ জানান, টুম্পা ওই বাসাতেই থাকত। দুপুরে তার মা সেলিনা বেগম টুম্পাকে ফোন দেয়। ফোনে সাড়া না পেয়ে তার মা টুম্পার বাসায় আসেন। তিনি বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তিনি জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করেন। বাসার ভেতরে টুম্পাকে অচেতন অবস্থায় দেখে প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন