ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে প্রচারণা চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার নগরীর কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করে এ প্রচারণা চালান আরএমপির কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে, ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। পরে আরএমপি কমিশনার নগরীর রাজপাড়া থানা মোড়, তালাইমারী শহীদ মিনার ও আরডিএ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন।
এ সময় ভিকটিম সাপোর্ট সেন্টারের সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন সহিংসতার শিকার নারী ও শিশুদের সেবা দিতে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর শাহ মখদুম থানা চত্বরে ভিকটিম সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও মেরী স্টোপসসহ ১০টি বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় এর কার্যক্রম চলছে।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব