রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ঘুমন্ত দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রাত পৌনে ২টার দিকে বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত বশির (৪০) ও তার স্ত্রী রেশমা (৩৫) মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় বশিরের পাশের বাড়িরও কয়েকজন আহত হন। এছাড়া বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রীরা জানান, বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়ায় বহরমপুর রেলক্রসিংয়ের বাঁকে বাঁক না নিয়ে সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেয়।
হাসপাতাল সূত্র জানায়, আটজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দু'জন চিকিৎসা নিয়ে চলে গেছে।
দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ