সিলেট বিআরটিএ অফিস থেকে চার দালালকে আটক করে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার তাদেরকে বিআরটিএ অফিস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে নরসিংদী জেলার আবদুল আজিজের ছেলে আসলামকে ৭ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা এবং সিলেট নগরীর শেখঘাটের আবদুল মজিদের ছেলে শাকিল আহমদকে ৪ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চক্রবর্তী।
এছাড়া কুমিল্লা জেলার মাঝিগাছা ইউনিয়নের আবদুল মজিদের ছেলে আবদুল আজিজকে ৪০০ টাকা ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার কসাব আলীর ছেলে আবুল হাসেমকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন