খুলনা মহানগরীর রূপসা সেতু এলাকায় বৃহস্পতিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কনস্টেবল ও দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও তিনরাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন: মহানগরীর সোনার বাংলা এলাকার বিল্লাল হোসেন (২৬) ও মোল্লা বাড়ির মোড় এলাকার লাভলু মিয়া (২৭)। গুলি বিনিময়ের সময় আহত পুলিশ কনস্টেবল মিকাইল হোসেন (ক.ন. ৬১৯০) ও শিশির বিশ্বাসকে (ক.ন. ৬৮৫৫) জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার এএম কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুলিবিদ্ধ দুই যুবক পেশাদার ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। ছিনতাইকারী ওই চক্রের সদস্যরা শহরে নিয়মিত ছিনতাই করছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রূপসা সেতু এলাকায় ছিনতাইকারী একটি দলকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি করে। এসময় পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ