আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় অভিযান চালিয়ে চার হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০ কিলোমিটার গ্যাস পাইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ও সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন