চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিনামূল্যের টিকা টাকা দিয়ে বিক্রির অভিযোগে স্বাস্থ্যকর্মী নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এক আদেশে চসিক তাকে সাময়িক বরখাস্ত করে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন বলেন, কাউন্সিলরের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে চসিকের স্বাস্থ্যকর্মী নাজিম উদ্দিন যক্ষ্মা, ধনুষ্টংকার, পোলিও, হাম, নিউমোনিয়া, হেপাটাইটিস-বিসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সরবরাহ করা বিনামূল্যের ১০ প্রকারের টিকা টিকা দিয়ে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের হাতে। চসিকের বিনামূল্যের টিকা সেবা গ্রহীতার কাছে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত নিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী।
চসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকার বিনামূল্যে বিতরণের জন্য ১০ প্রকারের টিকা সরবরাহ করে থাকে। কিন্তু সেবাগ্রহীতা যদি ওজন মাপা, ব্লাড প্রেসার ও জ্বর পরিমাপ করলে ১০ টাকা ইউজার ফি নির্ধারণ করে চসিক। এর বাইরে অন্য কোনো সেবার জন্য ফি দিতে হয় না।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন