গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক বিএনপির এ ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। এর মধ্যে আদালত থেকে ইতিমধ্যে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন।
বর্তমানে অধ্যাপক এম এ মান্নান গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ রয়েছেন। তিনি বিএনপির সদ্যঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
গত বছরের ১৯ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। তার অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন