রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুকে কেন্দ্র করে তার সাবেক স্বামী সহযোগী অধ্যাপক তানভীর আহমদকে বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানভীর আহমদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে এবং বিভাগের শিক্ষকদের সর্বসম্মতিতে তানভীর আহমদ বিভাগের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে নিজেকে প্রত্যাহার করার প্রস্তাব দেন।
বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘মিটিং-এর একপর্যায়ে তিনি নিজেই একাডেমিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার রাখার প্রস্তাব দেন। পরে সেটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।’
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন