গুটিকয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারে না। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। দেশের মাটিতে জঙ্গি কার্যক্রম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গিদের বের করা হবে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ সব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ইসলামের নামে যারা সন্ত্রাসী হামলা চালায়, মানুষ খুন করে তারা ইসলামের শত্রু। দেশে রাজাকারদের যেমন স্থান নেই তেমনি জঙ্গিদেরও স্থান নেই। জঙ্গিরা সর্বত্র ঘৃণিত। স্বজনরা জঙ্গিদের লাশও গ্রহণ করেনি।
তিনি বলেন, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত তৎপরতায় জঙ্গিদের সাংগঠনিক অবস্থা এখন নাজুক হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন