জামায়াতের রংপুর মহানগর শাখা ও সদর উপজেলা শাখার আমিরকে যথাক্রমে নুর হোসেন (৬১) ও লোকমান হোসেন (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জনের মধ্যে নুর হোসেন মহানগরীর কামারপাড়া এলাকার মৃত. নাসির উদ্দিনের ছেলে। আর লোকমান হোসেন সদর উপজেলার বাবুখা এলাকার আলহাজ্ব হোসেন আলীর ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন