সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজের দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে কলেজের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবদুল্লাহ আল সায়মন, কায়সার উদ্দিন, দুর্জয়, মনির উদ্দিন এবং মো.হাসানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন