কল্যাণপুরের আস্তানায় অভিযানে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি রাকিবুল হাসান রিগানকে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জঙ্গি আস্তানার খোঁজে ২৫ জুলাই রাতে মধ্যরাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরদিন ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি। ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন রিগান। তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন