রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি এলাকায় মাদকাসক্ত মো. জসিম (২৫) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা-মা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের নিচ থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। জসিম মেহেরচন্ডি এলাকার আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই যুবক নেশা করে মাদার বখশ হলের নিচে চিৎকার করছিল। এমনকি রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তাদের অসভ্য ভাষায় গালাগালি করছিল। এসময় তার বাবা-মা আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে মতিহার থানায় নিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আটককৃত ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব