শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকা মূল্যের ৪০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার সকালে কাস্টমস হলের চার নম্বর বেল্ট থেকে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, ভোর সাড়ে ৫টায় আবু ও জামাল নামে দুই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। এরপর কাস্টমস হলের চার নম্বর বেল্টে ৮০ হাজার ৪০০ শলাকার ৪০২ কার্টন বেনসন ও ডানহিল ব্রান্ডের সিগারেট রেখে পালিয়ে যান তারা।
পরে সেখান থেকে সিগারেটের দু’টি লাগেজ, দু’টি কার্টন, চারটি হাত ব্যাগ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলেও জানান মঈনুল খান।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব