রংপুরে অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়।
বলা হয়, বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি ছিল। তবে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব