রাজধানীর মহাখালীতে বন ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বন ভবনের পাঁচ তলায় এ আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে কাজ শুরু করে। আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা