নেত্রকোনার পৌর শহরের চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরুল আমিন রুপককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নুরুল আমিন রুপককে গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছোটবাজার এলাকা থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল ফেনসিডিলসহ রুপকের দুলাভাই বিপ্লবকে আটক করে।
পরে শুক্রবার বিকেলে রুপক ও বিপ্লবসহ আরও ৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।
এএসপি ছানোয়ার হোসেন জানান, "মামলার পর মাদক ব্যবসায়ী বিপ্লবের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমাণ্ড চাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিপ্লব ও রুপক দু’টি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয়ের আড়ালে জেলায় মাদক ব্যবসা করে আসছে।"
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর