সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মমতাজ বেগম নামের (৩০) এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বজনরা হাসপাতালটি ভাঙচুর করার চেষ্টা করায় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
স্বজনরা জানান, শুক্রবার গভীর রাতে মমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার কয়েক জন নারী দালালের পরামর্শে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মমতাজের সন্তানের জন্ম হয়। কিন্তু এরপর থেকে মমতাজের জ্ঞান ফেরেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মমতাজকে মৃত ঘোষণা করেন।
মমতাজের স্বামী সানা উল্লাহ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ভুলে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।
সাভার মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নিহত ওই গৃহবধূর বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার ভেলাগুড়ি গ্রামে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা