জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষকরাই জড়িত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান। আজ শনিবার সকালে একটি সংবাদ মাধ্যমকে মোবাইল ফোনে এ কথা জানান ভিসি।
মিজানুর রহমান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার দুই ঘণ্টা আগেই প্রশ্ন পাঠানো হয়। তখন অনেক শিক্ষকের কাছেই আগেই প্রশ্ন চলে যায়। সেই সুযোগে কিছু অসাধু শিক্ষক মোবাইল ফোনে ছবি তুলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মাধ্যমে প্রতারক চক্রের কাছে প্রশ্ন পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি মাথায় রেখে আগামীতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হবে বলেও জানান ভিসি।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ