রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালের টয়লেটে নারীর ভিডিও ধারণ করার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ শনিবার সকালে ওই যুবককে আটক করেছে পুলিশ। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, চিকিৎসা সেবা নিতে ওই নারী সকালে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মূত্র পরীক্ষার কথা বলেন। এরপর হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে একটি টিউব নিয়ে টয়লেটে যান ওই নারী। টয়লেট থেকে বের হয়ে হাসপাতালের কর্মচারীদের কাছে অভিযোগ জানিয়ে ওই নারী বলেন, এক যুবক মোবাইল ফোনে তার ছবি বা ভিডিও ধারণ করেছে। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের কর্মচারীরা ওই যুবককে ধানমন্ডি থানায় নিয়ে যান।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ