দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার ৫ বছরের পূজা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে পূজার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
পূজার স্বজনরা জানিয়েছেন, পূজা বর্তমানে স্বাভাবিক আচরণ করছে। খাওয়া-দাওয়া ও কথা বলাসহ অন্যান্য সব কিছু আগের থেকে কিছুটা স্বাভাবিক ভাবেই করতে পারছে পূজা। এছাড়াও অপরিচিত মানুষ দেখলেও এখন আগের তুলনায় কম ভয় পাচ্ছে সে।
পূজার চিকিৎসক জানিয়েছেন, এই মুহূর্তে পূজার ক্ষতের ইনফেকশন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে দেড় থেকে দু'মাস পরে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হবে।"
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর