রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ৬ জন, শাহ মখদুম থানা ৭ জন, ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ