ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের মোট ১১ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষায় নকল আর ল্যাবে শিক্ষকের স্বাক্ষর জালিয়াতির অপরাধে এক জনকে এক শিক্ষাবর্ষ বহিষ্কার ও বাকীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভিসির কার্যলয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারির সভাপতিত্বে শৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ৬ টি বিভাগের মোট ১১ জন শিক্ষার্থীর বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। মোবাইলে নকলসহ বিভিন্ন উপায়ে নকল করার অপরাধে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের ১ম বর্ষের ছাত্র মাসুম বিল্লাহর ১২৩ নং কোর্স, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নজীব আহম্মেদের রোল-১১১৫০১২) ৩১১ নং কোর্স, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ২য় বর্ষের ছাত্র কাজী কামরুজ্জান (রোল-১৩১৩০১২) এর ২০৬ নং কোর্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সাকিব হোসেন (রোল-১১১২০০৫) এর ৪০৩ নং কোর্স, রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের ছাত্রী হোসনে আরা (রোল-১৩০৮০৮২) এর ২০৬ নং কোর্স এবং ব্যবস্থাপনা বিভাগের রিপন হোসেনের (রোল-০৯০৫০৫) মান উন্নয়ন পরীক্ষার ১২২ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
একই ভাবে নকল করার অপরাধে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ইমরুল কায়েস হাসানকে (রোল-১৩১২০০৫) এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ল্যাব পরীক্ষায় বিভিন্ন শিক্ষকের স্বাক্ষর জালিয়াতির অপরাধে খালিদ হাসান কানন (রোল-১১১৫০১৩), রফিকুজ্জামান (রোল-১১১৫০১৫), আবুজার গিফারী (রোল-১১১৫০৪১) এবং সুজীত বিশ্বাস (রোল-১১১৫০০২) এর ৩০৯ নং কোর্সের ইউনিট-১ এর পরীক্ষা বাতিল করা হয়েছে।
এ সময় শৃংখলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর এস এম মোস্তফা কামাল, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আলী ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর