আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ 'সাদাকালো'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
'সাদাকালো'র প্রকাশনা প্রতিষ্ঠান জয়ীতা প্রকাশনীর কর্ণধার ও খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক ইয়াছিন কবীর জয়ের সভাপতিত্বে সাংবাদিক আকবর হায়দার কিরণের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকন। আরও বক্তব্য রাখেন 'সাদাকালো' গ্রন্থের সম্পাদক নিজাম চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের। এসময় 'সাদাকালো' নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক কাজী মন্টু। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।
ছবিগ্রন্থে আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের আমেরিকা, লন্ডন, চীন, জাপানে পুরস্কারপ্রাপ্ত বেশ কয়েকটি ছবি স্থান পেয়েছে। গ্রন্থটিতে ১৪টি সিরিজে মোট ৬৫টি আলোকচিত্র রয়েছে।
আবু তাহের খোকন কর্মজীবনের ৩০ বছরে কাজ করেছেন দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান আলোকচিত্রী। ১৯৯৪ সাল থেকে পরপর তিনবার এসিসিইউ জাপান অ্যাওয়ার্ড, ইউনাইটেড নেশন অ্যাওয়ার্ডসহ ২০টির মতো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘চাইল্ড অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক একক প্রদর্শনী করেন আবু তাহের খোকন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ