রাজধানীর জুরাইনে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মেডিক্যাল রোডের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
থানা সূত্রে খবর, ছেলে আমিনুল ইসলাম সুমন তার বাবা মোহর আলী (৬০)-কে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে মোহর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছেলে আমিনুল ইসলাম সুমন মাদকাসক্ত বলে জানিয়েছেন নিহতের স্ত্রী আমেনা বেগম জানান। সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ