সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মমতাজ বেগম নামের (৩০) এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি সাভারের সাধাপুর এলাকার সানা উল্লার স্ত্রী। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাভার সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বজনরা ওই হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহতের স্বামী সানা উল্লাহ অভিযোগ করে বলেন, শুক্রবার গভীর রাতে তার স্ত্রী মমতাজ বেগমের প্রসব বেদনা শুরু হয়। এ সময় স্থানীয় দালালের পরামর্শে তিনি তার স্ত্রীকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার সকালে ওই হাসপাতালের মালিক ডা. আবু তাহের প্রসূতির অপারেশন করার পরামর্শ দেন। এর কিছু সময় পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করে। এ সময় তার একটি মেয়ে সন্তান হয়।
অপারেশনের পর এক ঘন্টা পার হয়ে গেলেও প্রসূতির আর জ্ঞান ফিরে আসেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এ সময় নিহতের স্বজনেরা উত্তেজিত হয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ