জাতীয় পার্টির প্রেসিডেয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি বলেছেন, যুগে যুগে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেকে দেশে কিছু গুণী মানুষের জন্ম হয়। তেমনি এক জন দরদী মানবতাবাদী দেশে প্রেমিক নেতা সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে রাজনতিতে মুক্ত হয়েছিলেন। হারুন খান তাঁর জীবদ্দশায় চট্টগ্রামকে থাকলে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার সভায় দলমত নির্বিশেষে প্রত্যেক শ্রেণি পেশা-ধর্ম-বর্ণের মানুষ সেবা পেয়েছিলেন।
আজ শনিবার বিকাল ৪টায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুন খান স্মৃতি সংসদের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম জেলা কমান্ডার শাহাব উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সাধারণ সম্পাদক আলহাজ এয়াকুব হোসেন, দক্ষিণ জেলা জাপা সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার রনি, নগর জাপা সহ-সভাপতি ওসমান খান, কামরুজ্জামান পল্টু, আলহাজ্ব আলী আজগর চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন আহমেদ. যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, নিজাম উদ্দিন জ্যাকি, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, মাহমুদুল করিম, নগর যুব সংহতির সভাপতি এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল বশর সুজন প্রমুখ।
সভায় বক্তারা মরহুম হারুন উর রশিদ খানের নামে চট্টগ্রাম মহানগরীর একটি রাস্তার নামকরণ করার জন্য চট্টগ্রাম সিটি মেয়রের প্রতি জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ