চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ফজলু (২০)। তিনি ভোলা জেলার আইয়ুব আলীর পুত্র। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, কাজ করার সময় ভবন থেকে পড়ে গুরুতর আহত হন ফজলু। সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফজলুকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ