রাজধানীর ডেমরায় নিজ বাসার ভেতর থেকে মা ও মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ওই এলাকার একটি টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীর ছেলে।
আমেনার ছেলে সিরাজ উদ্দিন জানান, বাহির থেকে বাসায় ঢুকে তিনি দেখতে পান তার মা ও বোন অচেতন অবস্থায় নীচে পরে আছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, আশেপাশের লোকজনের কাজ থেকে জানতে পেরেছি সন্ধ্যার দিকে বোরখা পরিহিত দুইজন তাদের বাসায় প্রবেশ করে। তারাই হয়তো বা চেতনানাশক কিছু খাইয়ে তার মা ও বোনকে অচেতন করে রেখে গেছে। তবে বাসা টাকাকড়ি বা মালামাল খোয়া গেছে কিনা তা জানাতে পারেননি সিরাজ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগের মেডিকেল অফিসারের নির্দেশক্রমে মা ও মেয়ের পাকস্থলি পরিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব