কামারাঙ্গীরচরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সম্রাট (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহত সম্রাট (১৯) রাজবাড়ী জেলার আব্বাস মিয়ার ছেলে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান ওই যুবক।
এর আগে স্থানীয়রা কামরাঙ্গীরচরের টেকেরহাটি চিনির বাড়ি এলাকায় সম্রাটকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেন।
লতা নামে স্থানীয় এক নারী বলেন, "ভোরে হঠাৎ করেই একটা শব্দ পাই। কোনোকিছু পড়ে যাওয়ার শব্দের মতো। ঘর থেকে বের হয়ে দেখি দুই বাড়ির মাঝে একজন পড়ে আছে।
লতা আরও জানান, "অচেতন অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।"
সংবাদ পেয়ে মৃত যুবকের স্বজনরা হাসপাতালে যেয়ে তার পরিচয় শনাক্ত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, "নিহতের বড় ভাই লাশ শনাক্ত করেন।"
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর