রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এতে ২০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টায় পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে ৪ হাজার ২৩৪ পিছ ইয়াবা, ৭৬ গ্রাম হেরোইন, দেড় কেজি গাঁজা, ৫০ পিছ ইনজেকশন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৬/হিমেল-১৩